হতাশায় শেষ হলো হার্দিক পান্ডিয়ার আইপিএলের এবারের সিজন। তবে এই হতাশা হার্দিককে বয়ে নিয়ে বেড়াতে হবে আগামী মৌসুম পর্যন্ত। স্লো ওভার রেটের কারণে পরবর্তী আইপিএলে নিজের প্রথম ম্যাচে নিষিদ্ধ হার্দিক পান্ডিয়া। সাথে গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা।
নিষেধাজ্ঞা দিয়ে শেষ… সুদিন আর ফিরলো না হার্দিক পান্ডিয়ার। দুঃস্বপ্নের মতো এক আইপিএল সিজন কাটালো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন।
লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলেছে মুম্বাই। হেরেছে ১৮ রানে। সব মিলিয়ে হেরে ১৪ ম্যাচে ১০ হারে দশ দলের মধ্যে দশম নম্বর হয়ে টুর্নামেন্ট শেষ করেছে পাঁচবাবের চ্যাম্পিয়নরা।
খারাপ সময় যেন যেতেই চায় না, হেরেও শেস হয়নি এবারে হার্দিক পান্ডিয়ার ঘাড়ে শাস্তির খাড়া। আইপিএলের নিয়ম অনুযায়ী তিন বার সময়ের মধ্যে কোনও দল ২০ ওভার শেষ করতে না পারলে সেই দলের অধিনায়কের শাস্তি হয়। আর সেই কারণে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় এই অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে হার্দিক পান্ডিয়াকে। এই মৌসুমে মুম্বাইয়ের আর কোন ম্যাচ বাকী নেই। তাই পান্ডিয়া মিস করবেন আগামী মৌসুমের প্রথম ম্যাচ।
যদি পান্ডিয়াকে ছেড়ে দেয় মুম্বাই তবুও রেহাই পাবেন না তিনি। আসছে মৌসুমে যে দলের হয়েই খেলুক না কেন প্রথম ম্যাচ বেঞ্চেই বসে কাটাতে হবে হার্দিক পান্ডিয়াকে। এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ লাখ রুপিও জরিমানা করা হয়েছে পান্ডিয়াকে।
হার্দিক একাই নন ‘ইমপ্যাক্ট ক্রিকেটার’সহ দলের বাকি সবারও জরিমানা হয়েছে। তাদের দিতে হবে ১২ লাখ রুপি অথবা ম্যাচ ফির ৫০ শতাংশ।
প্রাক মৌসুমে মুম্বাইয়ে নাম লেখানো ও রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া থেকেই সমালোচনায় জর্জরিত হার্দিক পান্ডিয়া। অ্যাওয়ে ম্যাচে তো বটেই নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতেও স্বাগতিক দর্শকরা পুরো টুর্নামেন্ট জুড়েই তাকে দিয়েছেন দুয়ো।
চলতি মৌসুমে পার্ফর্ম্যান্স ছিলো বেশ হতাশার। ১৮ গড় ও ১৪৩.০৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২১৬ । বল হাতে ১০.৭৫ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
অভাগা যদেকিে তাকায়, সাগর শুকয়িে যায় র্হাদকি পান্ডয়িার এখন ঠকি এমনই হাল। বশ্বিকাপে তার ওপর দয়ো হয়ছেে ডপেুটরি দায়ত্বি। সখোনওে যদি করে বসে গড়বড় তবে আর ও খারাপ পরস্থিতিতিে পড়তে হতে পারে অলরাউন্ডারক।ে