গাজায় ইসরাইলের হামলায় চিকিৎসক বাবা-ছেলে নিহত

kawser

গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বিমান হামলায় দুই ডাক্তার নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা-ছেলে ছিলেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে এএফপি ও আলজাজিরা।

আলজাজিরা জানিয়েছে, হামলায় শিশু চিকিৎসক ও সার্জন মুহাম্মাদ নিমর কাজাত (৭২) ও তার ছেলে দন্তচিকিৎসক ইউসেফসহ (৩৩) আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলি হামলার হাত থেকে বাঁচতে গাজা শহর থেকে পালিয়ে দেইর আল বালাহ এসেছিলেন বাবা-ছেলে।

ফিলিস্তিনি অর্থোপেডিক সার্জন ড. ফাদেল নাঈম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, কাজাত ছিলেন গাজা উপত্যকায় শিশুদের সার্জারির অন্যতম প্রতিষ্ঠাতা।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার দেইর আল বালাহ শহরে ইসরাইলি হামলায় নিহত হন ড. মুহাম্মাদ নিমর কাজাত ও তার ছেলে ড. ইউসেফ। তাদের লাশ উদ্ধার করে আল-আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Share This Article
Leave a comment