পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে জগ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীর বিরুদ্ধে পেশীশক্তির প্রয়োগসহ কালো টাকা বিতরনের অভিযোগ তুলেছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বিপুল হাওলাদার। গনমাধ্যমকর্মীদের সাথে এক সাক্ষাৎকারে এ অভিযোগ তুলেন তিনি। তবে তার এ অভিযোগকে মিথ্যা বানোয়াট বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মাসুম বেপারী।
বিপুল হাওলাদার বলেছেন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী মাসুম বেপারী দলবল নিয়ে প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে গভীর রাত অবধি প্রচারনা চালাচ্ছেন। ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। এবং অনেক ভোটরকে কালো টাকার বিনিময়ে কিনতে চাইছেন। নির্বাচনে পরাজয় জেনেই তিনি এসব অনৈতিক কাজ করছেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী জানান, তিনি ভোটের জন্য কোন কালো টাকা ছড়াচ্ছেন না। তিনি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইছেন। একটি বারের জন্য তিনি ভোটারদের কাছে সুযোগ চাইছেন। তিনি বিপুল হাওলাদারের অভিযোগ সম্পূর্ন মিথ্যা বানোয়াট বলে আখ্যা দিয়েছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে কলাপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন। নির্বাচনকে কেন্দ্র প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত অবধি বাড়ি বাড়ি গিয়ে চালাচ্ছেন প্রচারনা। দুই একটি অনাকাঙ্খিত ঘটনা ছাড়া সুষ্ঠ ভাবেই চলছে প্রাচারনা। তবে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধী প্রার্থীদেরও।
নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন বিপুল চন্দ্র হাওলাদার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী। বিএনপি মনোনীগ ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছে হাজী হুমায়ুন শিকদার। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত পাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন সেলিম মিয়া। আর ৯ টি ওয়ার্ডের বিপরীতে কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ জানান, অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন সম্পান্নের লক্ষে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। এ লক্ষে নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে।