২৭৫ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করলেন ফেসবুক ভিত্তিক জনপ্রিয় সংগীত অনুষ্ঠান “হামার গান হামার মান” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনপ্রিয় সংগীত শিল্পী শফি ভাওয়াইয়া। শীতের তীব্রতা বৃদ্ধির ফলে সমাজের নিম্ন আয়ের মানুষের শীত কষ্ট কিছুটা কমাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানিয়েছেন শিল্পী শফি ভাওয়াইয়া। তিনি আরও বলেন, আমরা সমাজে যারা কিছুটা সচ্ছল তারা যদি একটু এগিয়ে আসি তবে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠিকে এগিয়ে নিয়ে যাওয়া তেমন জটিল বা অসম্ভব হবেনা। সেই সাথে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকের প্রতি মানুষের কল্যানে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান এ শিল্পী।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক, ভানুরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল জব্বার ব্যাপারী, বিশিষ্ট সাংবাদিক, লেখক, গীতিকার ও দিশারি সাংস্কৃতিক গোষ্ঠির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল খালেক ফারুক, দিশারি সাংস্কৃতিক গোষ্ঠির সহ-সভাপতি এটিএম নুর আলম লাল, শিক্ষক ও কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
আমেরিকাস্থ বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি ও নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিবর্গ শীতবস্ত্র বিতরণে “হামার গান হামার মান” এর পাশে দাঁড়িয়েছেন বলে সাংবাদিকদের জানানো হয়।
উল্লেখ থাকে যে, বিশ্ব ব্যাপি করোনা মহামারি শুরুর দিকে “হামার গান হামার মান” এর ব্যানারে শিল্পী সফি ভাওয়াইয়ার উদ্যোগে ৯৬ জন দুঃস্থ সংগীত শিল্পীর নিজ বিকাশ একাউন্টে ২৫৩৩ টাকা করে মোট ২ লক্ষ ৪৩ হাজার ১৬৪ টাকা প্রদান করা হয়।