মেহেন্দিগঞ্জের উলানিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও তার ১৫ সহযোগীদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লার বিরুদ্ধে।
এ সময় নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা তার সহযোগীদের নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে নির্বাচন অফিসসহ দোকান ও বাড়িঘরে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়।
গত বুধবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের পূর্ব হরনি গ্রামে এ ঘটনা ঘটে।ু
আহতরা হলো উলানিয়া (উত্তর) ইউনিয়নের নির্বাচনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম চৌধুরী মিঠু সহ তার সমর্থক স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি ও মেম্বর প্রার্থী জাহাঙ্গীর হোসেন মাঝি, ওয়ার্ড আ.লীগের সম্পাদক আঃ জব্বার রাঢ়ি, ওহিদুল ইসলাম সমীর, সুখদেব, সাইফুল, মনির, মিঠু, রাজু মেম্বর, মতিন, বাবু, বেল্লাল মিয়াজীসহ ১৫জন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে গুরুতর জাহাঙ্গীর, জব্বার ও সমীরকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।এবং অন্যান্যরা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী মিঠু জানান, গতকাল আমি আমার সমর্থকদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলাম। এরই ধারাবাহিকতায় পূর্ব হরনি গ্রামেস্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা নুরুল ইসলাম চৌধুরী মিঠু তার উঠান বৈঠকের দাওয়াত দেয়াকালীন সময়ে নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা তার সমর্থকদের মুখোমুখি হয়। একপর্যায়ে নৌকার সমর্থক রা স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া মার্কার সমর্থকদের ধাওয়া করে পার্শ্ববর্তী রারি বাড়িতে নেয়।
সেখানে অতর্কিতভাবে হামলা চালিয়ে নুরুল ইসলাম জামাল মোল্লা ও তার সহযোগী বিল্লাল, নোমান, পাবেল মোল্লা, মুরাদ, সৈয়দ নাজমুল, বাবুল, ফারুক মুন্সি, মুনির মোক্তার, ইব্রাহিমসহ আরো অর্ধশতাধিক সন্ত্রাসী মিঠু ও আরো প্রায় ১৫ জন সমর্থককে এলোপাথারি কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন
এ ব্যাপারে মিঠু আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে একুশের চোখ জানান।
অন্যদিকে নৌকা সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লার সাথে যোগাযোগ করার চেস্টা করলে তাকে পাওয়া যায়নি।