স্টাফ রিপোর্টার ॥
উজিরপুরে জমি বিরোধের জের ধরে ফিরোজা বেগমসহ একই পরিবারের ৫ জনের ওপরে হামলা চালিয়েছে দুলাল বাহিনী ও তার সহযোগী সন্ত্রাসিরা। গতকাল বিকেল ৪টায় উপজেলার গুঠিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- মৃত সুন্দর ্আলীর স্ত্রী ফিরোজা বেগম, ফিরোজা বেগমের মেয়ে সেলিনা বেগম, ছেলে ফিরোজ ও এবং ফিরোজার ভাইয়ের ছেলে শহীদ ও ছেলে বউ বীনা বেগম। এদের মধ্যে গুরুতর সেলিনা, ফিরোজা ও বীনা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অন্যান্যরা উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত ফিরোজা বেগম জানান দীর্ঘদিন ধরে জমি নিয়ে ফিরোজা বেগম ও তার পরিবারের সাথে প্রতিবেশী মজিদ হাওলাদারের ছেলে দুলাল ও তার বাহিনীর বিরোধ চলে আসছে। ফিরোজা বেগমের জমি জোরপূর্বক জবর দখল করে বসতঘর তোলে দুলাল ও তার সহযোগিরা। জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান। কিন্তু দুলাল ও তার বাহিনী আইন-কানুন তোয়াক্কা না করে ফিরোজা বেগমদের বসত বাড়ির গাছ-পালা জোরপূর্বক কেটে নিয়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে প্রায়ই সময় দুলাল ও তার সহযোগিরা বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয় ফিরোজা বেগম ও তার পরিবারকে। ফের গত বৃহস্পতিবার দুলাল ও তার সহযোগিরা জোরপূর্বক গাছ কেটে নিয়ে যায়। এ নিয়ে দন্ধ হলে ঘটনার দিন বিকেল ৪টায় দুলাল ও তার সহযোগি বেল্লাল, আলী, জুয়েল, তানিয়া, মিতু, হোসনেয়ারা, মিলিসহ অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসি পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় ফিরোজা বেগমের ওপর হামলা চালায়। ফিরোজার ডাক-চিৎকারে মেয়ে সেলিনাসহ অন্যান্যরা আসলে তাদেরকেও দুলালসহ অন্যান্য হামলা চালিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।