নলছিটি উপজেলার মগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলাম নামে এক যুবককে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ওই এলাকার শহিদুল ইসলাম সরদারের ছেলে।
বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম ও তার পরিবারের সাথে প্রতিবেশীর মকবুল হক ও তার পরিবারদের পূর্ব বিরোধ চলে আসছে।
প্রায় সময় মকবুল হকের ছেলে রণি, সোহেল এবং তাদের সহযোগী সন্ত্রাসীরা তুচ্ছ বিষয় নিয়ে সাইফুল ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার দিন পুকুরে বান দেওয়াকে কেন্দ্র করে সাইফুলের সাথে রনি ও সোহেলের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে রনি, সোহেলসহ তাদের সহযোগী সন্ত্রাসীরা সাইফুলকে হত্যার চেষ্টায় অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সাইফুল হামলায় গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।