বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সোনিয়া শারমিন সন্চী নামে এক রোগীর সাথে তার চাচা আজাদ মিয়ার প্রেমের সম্পর্কের বিষয়টিকে কেন্দ্র করে শেবাচিমে দুই গ্রুপের মারামারি ও সংঘর্ষ হয়েছে।
ঘটনাস্থলে সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ পরিস্থিতি শান্ত করার পর হাসপাতালে তোলপাড় সৃষ্টি হয়।
সোমবার ২৭ জুলাই শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে এমন ঘটনা ঘটে,
প্রত্যক্ষদর্শীরা জানান, গত তিনদিন ধরে সোনিয়া শারমিন নামে এক রোগী সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়।
ভর্তির সুযোগে সোনিয়ার চাচা আজাদ মিয়া তার সেবা করে আসছেন। তবে কেউ কেউ বলেন, তাদের মধ্যে চাচা-ভাতিজির সম্পর্কৈর বাহিরেও হাসপাতালের বেডে স্বামী-স্ত্রীর মতো ছিল।
সোনিয়া শারমিন বরিশাল নগরীর নতুল্লাবাদ বৈদ্য পাড়া এলাকার প্রবাসী আনোয়ারুল কাদের এর মেয়ে ও নাহিদের স্ত্রী। এবং বর্তমানে ২২ নং ওয়ার্ড কাজীপাড়া সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম তালুকদারের ভাড়াটিয়া।এবং আজাদ মিয়া নতুল্লাবাদ শেরেবাংলা সড়ক হাওলাদার বাড়ির বাসিন্দা ও একজন টিউবওয়েল ঠিকাদার।
সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে দীর্ঘদিন ধরে নতুল্লাবাদ শেরেবাংলা সড়কের হাওলাদার বাড়ির বাসিন্দা আজাদ মিয়ার সাথে তার স্ত্রী ও মেয়ের পারিবারিক বিরোধ চলে আসছে।
কয়েক মাস ধরে আজাদ তার ভাতিজি সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে পরিবারের ভিতরে অশান্তি হয়। এমনকি আজাদও পরিবারের কোন খরচ না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।
গত সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে চাচা আজাদ মিয়ার স্ত্রী রুবি বেগম ও তার মেয়ে শিরোপা ইসলাম আজাদকে খুঁজতে খুঁজতে হাসপাতলে আসে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আজাদকে তার ভাতিজির সাথে অশ্লীল অবস্থায় বসা দেখে রুবি বেগম ক্ষিপ্ত হয়ে যায়।
একপর্যায়ে হাসপাতালের মধ্যে স্ত্রী রুবি ও তার মেয়ে শিরোপা কে গলা চেপে ধরেন আজাদ মিয়া এবং তার প্রেমিকা সোনিয়া শারমিন। বিষয়টা নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি সংঘর্ষ হয়। একপর্যায়ে হাসপাতালে স্টাপ ও রোগীর স্বজনরা কোতয়ালী থানা পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি শান্ত করেন।।এবং সোনিয়া শারমিন এর কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়
আজাদ মিয়ার স্ত্রী রুবি বেগম জানান, দীর্ঘদিন ধরে আজাদ মিয়া তার চাচাতো ভাতিজি সোনিয়া শারমিনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে রুবি বেগম তার স্বামী আজাদ কে বোঝালেও তা কোনো কর্ণপাত করেনি। এমনকি ভাতিজি সোনিয়া শারমিনের প্রেমে উম্মাদ হয়ে থাকে।
একাধিকবার পরিবার থেকেও বোঝানোর পরেও আজাদ ও তার পরকীয়া সম্পর্ক থেকে সরে যায়নি। প্রায় সময় আজাদ নিরুদ্দেশ হয়ে ভাতিজি সোনিয়া শারমিন এর বাসায় গিয়ে থাকেন।
সোনিয়া শারমিন তার স্বামীর সাথে সম্পর্কের অবনতি রয়েছে। বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম তালুকদার এর বাসা ভাড়া নিয়ে একা থাকেন। ঐ সুযোগে সোনিয়া শারমিন এর বাসায় গিয়ে আজাদ থাকে।
কয়েকদিন ধরে বাড়ির খোঁজ খবর নিচ্ছে না আজাদ।
যে কারণে গত শনিবার আজাদকে খুঁজতে খুঁজতে ভাতিজি সোনিয়া শারমিন এর বাসায় পাওয়া যায়।
বাসায় গিয়ে তাদের দুজনকে বেসামাল অবস্থায় পাওয়ায় রুবি বেগম ও তার মেয়ে প্রতিবাদ করলে একপর্যায়ে আজাদমিয়া তার স্ত্রীকে হত্যার চেষ্টায় গলা চেপে ধরেন। পর্যাক্রমে গ্লাস দিয়ে রুবিকে আঘাত করার চেষ্টা করলে সোনিয়া শারমিনের মাথায় লাগে।
সোনিয়া রক্তাক্ত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। সেখানে সোনিয়ার তার কোন আত্মীয়-স্বজন না আসলেও আজাদ সার্বক্ষণিক তার খোঁজ খবর নেন। অনেক স্টাফরা জানান, রোগী সোনিয়া এবং আজাদ উভয়ে স্বামী-স্ত্রীর মতো হাসপাতাল বেডে থাকতেন বলে এমনটাই অভিযোগ করেন।
এদিকে সোনিয়া শারমিন জানান, আজাদ তার সম্পর্কে চাচা। তার সাথে কোন ধরনের প্রেমের সম্পর্ক নেই। এটা চাচি রুবি বেগম সন্দেহ করে এসব কথা বলেন। তবে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাল সম্পর্ক এটা তিনি জানান।
সোনিয়া আরো জানান, তুচ্ছ ঘটনার জের ধরে চাচি রুবি বেগম ও তার মেয়ে শিরোপা ইসলাম আমাকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করে।
অন্যদিকে অভিযুক্ত আজাদ জানান, এসব ঘটনা মিথ্যা সে আমার সম্পর্কে ভাতিজি।