পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় পুলিশ সুপারের পুরস্কারপ্রাপ্ত (কোভিড ১৯ আক্রান্ত) উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের করোনা জয় হয়েছে।
গত ৯ জুলাই বৃহস্পতিবার (দ্বিতীয়বার) এসআই নাজমুল এর করোনা,র নমুনা রিপোর্টে নেগেটিভ আসে।
এর পূর্বে ২০ জুন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম করোনা,র নমুনা স্যাম্পল দেওয়া হয়, ৮ দিন পর অর্থাৎ ২৮ জুন করোনা র,র নমুনার রিপোর্টে এসআই নাজমুল হাসানের কোভিড ১৯ পজিটিভ আসে।
এরপর থেকে নাজমুল হোমকোয়ারেন্ট থেকে চিকিৎসা নেয়।
গত ৬ জুলাই পুনরায় নমুনা স্যাম্পল দেওয়া হলে ৯ জুলাই বৃহস্পতিবার এসআই নাজমুল এর করো না নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
জানা গেছে, জ্বর-ঠান্ডা উপসর্গ নিয়ে রাঙ্গাবালী থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল হাসান অসুস্থ হয়ে পড়েন।
গত ২০ শে জুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়েছেন এসআই নাজমুল।
করোনা পজিটিভ হওয়ার পর থেকে ২২ দিন হুমকোয়ারেন্টে থেকে করোনা জয় করতে সক্ষম হয়েছে।
রাঙ্গাবালী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল এর পূর্বে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবং কমিউনিটি পুলিশিং ভালো অবদান রাখায় পটুয়াখালী পুলিশ সুপারের পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
রাঙ্গাবালী থানা উপপরির্দশক নাজমুল হাসান বলেন, সৃষ্টিকর্তার উপর শুকরিয়া জানাই,
সৃষ্টিকর্তা এবং আপনাদের সকলের দোয়ায় আমি আজ করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পেরেছি।
প্রথমেই কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি যিনি আমায় অনুগ্রহ করেছেন।
কৃতজ্ঞতা আমার মা, বাবা ও পরিবারের সদস্যদের প্রতি,যারা প্রতিনিয়ত আমার জন্য প্রার্থনা করেছেন, কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক মইনুল হাসান পিপিএম স্যার, অফিসার ইনচার্জ আলী আহম্মেদ স্যার, পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা স্যার, ব্যাচমেট, কলিগ ও জুনিয়রদের প্রতি” যারা সার্বক্ষণিক আমার খোঁজ নিয়েছেন।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার প্রিয় স্যার হুমায়ুন কবিৱ, ইব্রাহিম খলিল স্যারেৱ প্রতি কৃতজ্ঞতা প্রিয় রাঙ্গাবালী বাসি এবং কাছে-দূরের আমার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি যারা প্রতিনিয়ত আমার খোঁজখবর নিয়েছেন। আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।