এসএসসি কিং বা এইচএসিসতে CV with Cover Letter লেখার ঝামেলায় তো কমবেশি সবাই তোমরা হয়তো পড়েছো। তোমরা যারা পরীক্ষার্থী আছো, তারা সাধারণত নানা সমস্যায় পরে থাকো এই CV with Cover Letter লেখা নিয়ে।
কিন্তু কেমন হয় যদি একটি CV মুখস্থ বা অনুসরণ করে সব CV -ই লেখা যায়? হুম… আজ তোমাদের জন্য থাকছে CV লেখার খুব সহজ একটা নিয়ম, যেটি পরে তোমরা পরীক্ষায় আসা যেকোন CV খুব সহযেই লিখতে পারকে। অর্থাৎ CV তে তোমার জন্য থাকছে কমন মার্ক। তো চলো শুরু করি।
এই Sheet টি পিডিএফ ফাইল থেকে ডাউনলোড করে তোমার মোবাইলে সংরক্ষণ করে রাখো।
সারজান ফারাবী
শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্ব
12 Shares