ডুবোচরে আটকে আধা ঘন্টা বিলম্বে বরিশাল নৌ-বন্দর ত্যাগ করেছে ঢাকাগামী এমভি এ্যাডভেঞ্চার-৯ ও এমভি কীর্তনখোলা-১০। এর ফলে লঞ্চ দুটিতে থাকা প্রায় চার হাজার যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।
যাত্রীরা জানায়, রাতে নির্ধারিত সময়েই লঞ্চ দুটি বরিশাল নৌ বন্দর ত্যাগের চেষ্টা করে। কিন্তু নৌ বন্দরের আশপাশে বালু জমে ডুবচর সৃষ্টি হয়। এতে দুটি লঞ্চই ঘাটে আটকে যায়। দীর্ঘ প্রচেষ্টার পরে লঞ্চ ডুবচর থেকে রক্ষা পেয়েছে।
এ্যাডভেঞ্চার লঞ্চের সুপার মাসুদ জানান, পানি স্বল্পতার কারনে পল্টনে বেশ কিছু সময় আটকা পড়েছে। আমরা অনেক চেষ্টা করে আধা ঘন্টা পর লঞ্চটি যেতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে বরিশাল বিআইডব্লিটিএ’র উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, শুকনো মৌসুমে নাব্যতা সংকট থাকার কারনে একটু সমস্যা হয়। কয়েকদিন পর এমনিতেই এই সমস্য থাকবে না। সমস্যা এলাকা চিহ্নিত করে ইতিমধ্যে আগামী সপ্তাহের মধ্যে ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে।