নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম অরিন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত অরিন লালমোহন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হাদিস বস্ত্র বিতানের হাদিছের মেয়ে।
জানা গেছে, অরিনের নানা বিদেশ যাবে শনিবার। সে উদ্দেশে মায়ের সাথে নানা বাড়ি লর্ডহার্ডিঞ্জ এলাকায় যায়। সেখানে গিয়ে হাতে মেহেদি লাগায় শিশু অরিন। সকালে ঘুম থেকে উঠে ৬টার দিকে বাড়ির পাশে পুকুরের ঘাটে যায় হাত পরিষ্কার করতে। এ সময় হঠাৎ পানিতে পড়ে যায় অরিন। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
59 Shares