আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আজকে বিএনপির নেতারা বড় বড় কথা বলে। ঘুম থেকে উঠেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়। শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়। তাদের কাছে আমার প্রশ্ন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকাল ছাড়া কোন শাসনকালে তারা ভালো ছিল? বিএনপির নেতারা বর্তমান সরকারের শাসনকালেই ভালো আছে।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে অবস্থিত ‘ড. ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার’ মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।