ছোট ‘ভাইজানের’ হবু স্ত্রী কে

kawser

জনপ্রিয় গায়ক ও আরব আমিরাতের ‘ছোট ভাইজান’ হিসেবে পরিচিত আব্দু রোজিক কবে বিয়ে করছেন। তা নিয়ে চলছে গুঞ্জন।

বৃহস্পতিবার ভক্তদের জন্য সুখবর দিয়েছেন ‘ছোট ভাইজান’।

একটি ভিডিও শেয়ার করে ছোট ভাইজান, জানিয়েছেন আগামী ৭ জুলাই বিয়ে করতে যাচ্ছেন।

গত শনিবার তার আংটি বদল হয়েছে। সেই ছবি শেয়ার করে ভক্তদের সুখকর দিলেন ছোট ভাইজান।

২৪ এপ্রিল আরব আমিরাতে আংটি বদল হয় ২০ বছর বয়সি ভোট ভাইজানের। তার হবু স্ত্রী আমিরার বয়স মাত্র ১৯ বছর।

আমিরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছেন। এখন পর্যন্ত শুধু ভবিষ্যৎ স্ত্রীর তথ্যই প্রকাশ পেয়েছে। আমিরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছেন।

আব্দু রোজিক ও আমিরার প্রথম দেখা হয় দুবাইয়ের একটি শপিং মলে। তারপর থেকেই দুজনের প্রেমের গল্প শুরু হয়।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্ত্রীর প্রশংসা করে ছোট ভাইজান বলেন, সে খুবই সুন্দরী। তার লম্বা চুল এবং সুন্দর চোখ।

তিনি আরও বলেন, আমরা যখন শপিং মলে দেখা করি, তখন আমিই প্রথম কথা বলার উদ্যোগ নিয়েছিলাম। এরপর আমরা একে অপরের নম্বর শেয়ার করি এবং তারপর আমরা দুজনেই একে অপরের প্রেমে পড়ে যাই।

Share This Article
Leave a comment