কৃষিগুচ্ছে আবেদন ৬ জুন পর্যন্ত

munna kawsar

ঘূর্ণিঝড় রিমালের কারণে ৯টি কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের (কৃষিগুচ্ছ) ভর্তি আবেদনের সময় ৬ দিন বাড়ানো হয়েছে। কৃষিগুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, অতি সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণের সময়সীমা ৩০ মে ২০২৪ তারিখের স্থলে ৫ জুন ২০২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Share This Article
Leave a comment